বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
ওবায়দুর রহমান, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাসুদুর রহমানের বাড়ি গৌরীপুর পৌর শহরের কালীপুরে। তার রাজনৈতিক কার্যালয় একই শহরের মধ্যবাজারে।
ওসি বোরহান উদ্দিন বলেন, গতকাল রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে মধ্যবাজারে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন মাসুদুর রহমান। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান।
পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আজ রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।