বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরিপুর : ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ায় অবস্থিত ডেলটা স্পিনিং টেক্সটাইল লিঃ সহ অন্যান্য মিল কারখানাগুলোতে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই শ্রমিকদের সাথে বেতন ভাতাদি নিয়ে বৈষম্যমূলক আচরন করছেন মালিকপক্ষ। অভিযোগ ওঠেছে শ্রম আইন না মেনেই নাম মাত্র বেতনে কলুর বলদের মতো খাটানো হচ্ছে এসব মিলের শ্রমিকদের। পেটের দায়ে অত্র অঞ্চলের দরিদ্র নারী পুরুষ বাধ্য হচ্ছে এসব মিলে কাজ করতে। বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে মিল শ্রমিকরা বিভিন্ন সময়ে আন্দোলন করেও কোন প্রতিকার পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মিল শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিলে কাজ করলেও তাদের মাসিক বেতন ভাতাদি বৃদ্ধি হয়না। মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা মাসিক বেতনে তাদের সংসার চলে না। শুধু মাত্র মাত্র পেটের দায়ে মিলে কাজ করতে বাধ্য হচ্ছে। নারী শ্রমিকদের অভিযোগ তাদেরকে মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় মাত্র ৩ মাসের জন্য। এছাড়া উসব ভাতা অন্যান্য ভাতা প্রদানে মালিকপক্ষ নানা তালবাহানা করে। উল্লেখিত অভিযোগ ছাড়াও মিল মালিকদের বিরুদ্ধে রয়েছে শ্রমিকদের অসংখ্য অভিযোগ।
মিল মালিকদের বৈষম্যমূলক ও অমানবিক আচরন সহ্য করতে না পেরে কলতাপাড়া ডেলটা স্পিনিং মিলের শ্রমিকরা ৭ দফা দাবিতে শনিবার (২৩ জুলাই) দুপুর দুইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ডেলটা স্পিনিং টেক্সাটাইল লিমিটেড কর্মরত শ্রমিকদের অভিযোগ দীর্ঘ দিন ধরে কাজ করলেও তাদের বেতন ভাতা ও বোনাস কম দেওয়া, অসৌজন্য মূলক আচরণ, মাতৃত্বকালীন ছুটি সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলো। কিন্ত মালিকপক্ষ তাদেরকে বেতন ভাতাদি সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির মিথ্যা আশ্বাস দিয়ে সময়ক্ষেপন করছিল। ঘটনারদিন শনিবার শ্রমিকদেরকে জানানো হয় তাদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে না। পারলে চাকুরি কর অন্যাথায় ছেড়ে যাও। ওই অবস্থায় কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ও কারখানায় ইটপাটকেল নিক্ষেপ কওে ভাংচুর চালায়। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ডেলটা স্পিনিং মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মাহমুদুল হাসান মুন্সি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সন্ধা ৬ টার দিকে কর্মস্থলে যোগ দেয় শ্রমিকরা। এক্ষেত্রে এলাকাবাসীর দাবি কলতাপাড়া এলাকায় গড়ে ওঠা মিল কারখানাগুলোতে শ্রম আইন মানা হচ্ছে কিনা এব্যাপারে সরজমিনে তদন্ত করা হোক।