রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন

গৌরীপুরে স্কুল শিক্ষককে ডিলার নিয়োগ করায় লিগ্যাল নোটিশ

গৌরীপুর প্রতিনিধি ঃ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীতে স্কুল শিক্ষককে ডিলার হিসেবে নিয়োগ দেয়ায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গৌরীপুর উপজেলার সূর্যাকোনা গ্রামের মৃত আব্দুল গফূরের পুত্র মোঃ শহীদ উল্লাহ’র পক্ষে ময়মনসিংহের জজকোর্টের এডভোকেট গোলাম মোস্তফা ৩১ অক্টোবর উল্লেখিত কর্মকর্তাদের বরাবরে এ নোটিশ প্রেরন করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে মোঃ শহিদুল্লাহ বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরনের জন্য একজন ডিলার প্রার্থী ছিলেন। উক্ত প্রার্থীর অনুকূলে এমপি’র সুপারিশ থাকা সত্বেও তা উপেক্ষা করে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতভাগ সরকারি বেতন প্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদকে মইলাকান্দা ইউনিয়নে ডিলার হিসেবে নিযোগ করা হয়। যা আইনে সুস্পষ্ট পরিপন্থী। আপনাদের বিরুদ্ধে সরকারি ক্ষমতা অপব্যবহার করে ডিলার নিয়োগের বিরুদ্ধে কেন আইনত দেওয়ানী বা ফৌজদারী মোকদ্দমা দায়ের করা হইবে না এই মর্মে আগামী ১০ কার্য্য দিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বিশেষভাবে বলা হলো। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার সাংবাদিকদের বলেন এমপি মহোদয় যে ব্যাক্তির জন্য সুপারিশ করেছিলেন তার আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি সঠিক ছিলনা বিধায় তাকে ডিলার হিসেবে নিয়োগ দেয়া সম্ভব হয়নি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারাপদ চক্রবর্তী বলেন নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা/কর্মচারী ও জনপ্রতিনিধি খাদ্যবান্ধব কর্মসূচীতে ডিলার হতে পারবেন না। এক্ষেত্রে মোঃ শহিদুল্লাহ সম্পূর্ন সরকারি বেতনভুক্ত কর্মকর্তা/কর্মচারী নয়। #

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman