রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্য উপ মন্ত্রী মরহুম নুরুল আমিন খান পাঠানের ১৬তম মৃত্য বার্ষিকী উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) স্মরণ সভা, দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি আলী আহাম্মদ খান সেলভীর সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যাপক নজরুল ইসলাম খান, আবুল কাশেম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা কামাল, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মিরাজ উদ্দিন প্রমুখ।