সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মঙ্গলবার (২১ জুন) উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খানের উদ্যোগে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার শেষে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আ’লীগের মনোনীত এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদের পক্ষে পৌর শহরে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আ’লীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধু ভুষন দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, সাবেক ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিন স্বপন, মাহফুজুর রহমান, এম.এ কাশেম, আব্দুল হান্নান, আব্দুল মুন্নাফ, মোঃ হাবিব উল্লাহ, শহিদুল ইসলাম অন্তর, শহিদুল হক সরকার, সোমনাথ সাহা, মাজাহারুল হোসেন টুটুল, পৌর স্বেচ্ছাসেবলীগের আহাবায়ক নাজমূল হুদা, পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম কুমার সরকার প্রমুখ।