সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

গৌরীপুরে সানের সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচী

treeগৌরীপুর প্রতিনিধি॥ ময়মনসিংহ গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান) এর উদ্যোগে ২০১৬ সালে উপজেলার বিভিন্ন স্থানে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠণগুলোকে সাথে নিয়ে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। উক্ত কার্যক্রম বাস্তবায়নে ইয়ংবাংলার ভলান্টিয়াররা সার্বিক সহযোগিতা করবেন। এ কর্মসূচীর অংশ হিসাবে গত রবিবার (৫ জুন) সানের সহযোগিতায় উপজেলার মাওহা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু বাঁধন’ একতা ছাত্র সংঘের (সানের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত সংগঠন) উদ্যোগে মাওহা উচ্চ বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এতে সানের পরিচালক ওবায়দুর রহমান, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা হারুণ আল বারিসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সান উপজেলায় দীর্ঘদিন যাবত দরিদ্রদের আইনি সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman