সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন

গৌরীপুরে সাংবাদিক কন্যা সানজিদা’র জিপিএ-৫ অর্জন : প্রেসক্লাবের অভিনন্দন

gpa-55মশিউর রহমান কাউসার : ময়মনসিংহের গৌরীপুর মহিলা অনার্স ডিগ্রী কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক কন্যা সানজিদা ইসলাম তাইতী। গৌরীপুর প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ সাজ্জাতুল ইসলাম সাজ্জাত ও বেসরকারী ঋণদান সংস্থা আশার লোন অফিসার ঝরনা সুলতানার কন্যা। ইতোপূর্বে সে এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এছাড়াও সে অষ্টম ও প্রাথমিকে টেলেন্টপুলে বৃত্তি লাভ করে। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। তাইতী সকলের দোয়া প্রার্থী।
অভিনন্দন :
গৌরীপুর প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ সাজ্জাতুল ইসলাম সাজ্জাত ও বেসরকারী ঋণদান সংস্থা আশার লোন অফিসার ঝরনা সুলতানার কন্যা সানজিদা ইসলাম তাইতী জিপিএ-৫ অর্জন করায় গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, ফুলবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুস ছাত্তার পৃথক পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman