রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জাতীয় সংসদ সদস্যকে উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ৫০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মুর্শেদুল হাসান, উপজেলা আ’লীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধু ভূষন দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান, গৌরীপুর প্রেসকাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার প্রমুখ।