বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনধি : স্ত্রীকে বাড়ীতে আনতে গিয়ে শ্বশুর বাড়ীর লোকজনের হাতে মেহেদী হাসান রিপন (২৮) নামের এক যুবক হামলার শিকার হয়েছে। বুধবার (১৮ মে) এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর উপজেলার টাঙ্গাটিপাড়া গ্রামে। অভিযোগের প্রেক্ষিতে আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। জানা গেছে একই উপজেলার মাওহা ইউনিয়নের চল্লিশা কড়েহা গ্রামের হাসান আলীর পুত্র রিপন উল্লেখিত গ্রামের মৃত নওয়াব আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন (২৪) কে ৩ বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। পারিবারিক কলহের জের ধরে প্রায় ১ বছর পূর্বে সাবিনা বাপের বাড়ীতে চলে আসে এবং নিজ স্বামীর নামে ময়মনসিংহ আদালতে যৌতুক আইনে একটি মামলা দায়ের করে (মামলা নং-৩৮/১৬)। ঘটনার দিন রিপন তার স্ত্রীকে আপোষ মিমাংসার মাধ্যমে ফিরিয়ে আনার জন্য শ্বশুর বাড়ীতে যায়। এসময় সাবিনার ছোট ভাই আলামিনের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে তাকে মারধরের পর আটক করে রাখে। গৌরীপুর থানার এস আই জাহাঙ্গীর জানান, অভিযোগের প্রেক্ষিতে রিপনকে ওই দিন তার শ্বশুরবাড়ী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরীপুর থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। জিডি নং-৯১৮ তারিখ-২০/০৫/১৬ ইং।