রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পষিদের রাজস্ব তহবিল হতে এ উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল-কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরন। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন মিয়া, কাউরাট আকবর আলী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল মামুন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহিন প্রমুখ। এর আগের দিন রবিবার পাবলিক হলে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক ও রাবেয়া ইসলাম ডলি। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাধারন সম্পাদক এইচ এম খায়রুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।