বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় স্থানীয় হারুন পার্কের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ এনামূল হক সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, ধূরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, শিক্ষক জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, সাইদুর রহমান প্রমুখ। স্মারকলিপিতে ইভেন্ট শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫% বেতন বৃদ্ধিকরন, বৈশাখী ভাতা প্রদান সহ ২০ ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়েছে।
মশিউর রহমান কাউসার