বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন

গৌরীপুরে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে লীজ গ্রহিতার জমি দখলের অভিযোগ

grp-

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে কৃষি লীজের জমি দখলের অভিযোগ করেন স্থানীয় লীজ গ্রহিতা আব্দুস সাত্তার। বর্তমানে এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গৌরীপুর স্টেশনের পার্শ্ববর্তী চকপাড়ার এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার জানান, গৌরীপুর স্টেশনের ডক লাইনের পাশে রেলওয়ে পুলিশ কোয়াটার সংলগ্ন ১৮ শতক জমিতে রেলওয়ে এষ্টেট অফিস হতে কৃষি লীজ প্রাপ্ত হয়ে প্রায় ১৫ বছর ধরে তিনি চাষাবাদ করে আসছেন। অতি সম্প্রতি গৌরীপুর রেলওয়ে স্টেশন ফাঁড়ির পুলিশ উক্ত জমিতে সাইন বোর্ড ঝুলিয়ে দিয়ে লীজ গ্রহিতাকে জমিতে চাষাবাদের জন্য বাঁধা প্রদান করে। এছাড়া পুলিশের পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে এ নিয়ে বেশী বাড়াবাড়ি করলে তাকে মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, কোন লীজ গ্রহিতার জমি তারা দখল করেননি। যে জায়গায় সাইন বোর্ড ঝুলানো হয়েছে তা প্রস্তাবিত রেলওয়ে পুলিশ কোয়ার্টারের জন্য নির্ধারিত স্থান। এটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman