গৌরীপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০১৬, ১২:৪১ PM / ৩৭২
গৌরীপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

dc-04.09গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বদলী জনিত বিদায় উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাবলিক হলে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকিরের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি, বিদায়ী জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রুকন উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, শহিদুল ইসলাম সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজাহারুল আনোয়ার ফেরদৌস, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এইচ এম খায়রুল বাসার প্রমুখ। মত বিনিময় শেষে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেষ্ট, বিভিন্ন উপহার সামগ্রী ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।