গৌরীপুরে মাদক ব্যবসায়ীদের হামলা ও নির্যাতনে নিরাপত্তাহীনতায় দুই যুবক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০১৬, ১:১১ PM / ৩৫৪
গৌরীপুরে মাদক ব্যবসায়ীদের হামলা ও নির্যাতনে নিরাপত্তাহীনতায়  দুই যুবক

konaparaগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী কতিপয় যুবকদের হামলা,নির্যাতন ও হুমকীর মুখে নিরাপত্তাহীনতায় ভুগছে সাইদুল ইসলাম (২৫) ও রানা (২৭) নামে দুই যুবক। থানায় অভিযোগ করে তারা কোন প্রতিকার পাচ্ছেনা। ভুক্তভোগী যুবক সাইদুল ও রানা জানায় ৯ সেপ্টেম্বর রাতে গৌরীপুর থানার এস আই মিজানুর রহমান কোনাপাড়া গ্রামের রঙ্গু মিয়ার আস্তানা থেকে স্থানীয় ৭ মাদকসেবী ও ব্যবসায়ী যুবককে ধরে এনে পরদিন ভোরে তাদেরকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে পুলিশকে খবর জানানোর অভিযোগে ওই দিন সকাল ৯টার দিকে কোনাপাড়া গ্রামের লেবু মিয়ার পুত্র সাইদুল ইসলাম ও ইদ্রিস আলীর পুত্র রানার ওপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে ওই মাদক ব্যবসায়ী যুবকরা। উক্ত সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকায় একই গ্রামের শাওন, ফারুক, আব্দুল, এমদাদুল, সালাম, সাহাবুদ্দিন, রনি মিয়ার নামে গৌরীপুর থানায় সাইদুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। বর্তমানে উক্ত অভিযোগ থানা থেকে প্রত্যাহারের জন্য বাদীকে জীবননাশের হুমকী দিয়ে আসছে উল্লেখিত যুবকরা। তাই মাদক ব্যবসায়ীর হামলা, নির্যাতন ও হুমকী থেকে রক্ষা পেতে দ্বারে দ্বারে ঘুরছে দুই যুবক। এব্যাপারে মন্তব্য জানার জন্য গৌরীপুর থানার এস আই মিজানুর রহমানকে রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বেশ কয়েকবার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। #