বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন মঙ্গলবার (৭ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। এ উপলক্ষে মাওহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওহা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মন্ডলের সভাপতিত্বে ও শাহজাহান কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক সামীউল আলম লিটন, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ ফেরদৌস আলম, সহ সাধারন সম্পাদক নাজনীন আলম, জেলা কৃষকলীগের সহ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মাওহা ইউনিয়ন আওযামীলীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন প্রমুখ। উল্লেখ্য ২৯ মে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাকীম বিল্লাহ ফারুকীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রমিজ উদ্দিন স্বপন শপথ গ্রহন করেন।