সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : মহান বিজয় দিবস/১৬ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পাবলিক হলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর থানার ও,সি মোর্শেদুল হাসান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজাহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম, নুরুল ইসলাম, গৌরীপুর ইসলামাবাদ মাদ্্রাসার অধ্যক্ষ রুকন উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, শহিদুল হক সরকার প্রমুখ।