গৌরীপুরে মধ্য রাতে বাল্য বিয়ে প্রতিরোধ করলেন ইউএনও


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০১৬, ১:১২ PM / ৯৪
গৌরীপুরে মধ্য রাতে বাল্য বিয়ে প্রতিরোধ করলেন ইউএনও

images

মশিউর রহমান কাউসার, গৌরীপুর :ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামে মুন্সী দিয়ে বাল্য বিয়ে সম্পন্ন করার দায়ে কনের পিতাকে ১৫ দিনের কারাদন্ড ও মাতাকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মর্জিনা আক্তার। জানা গেছে শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ উপজেলার অচিন্তপুর গ্রামে সুলতান উদ্দিনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সিগ্ধা আক্তার সিমুর সাথে জনৈক যুবকের মুন্সীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে প্রতিরোধ করেন। এসময় কনের পিতা সুলতান উদ্দিন (৫৫) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ও মাতা হোসনে আরা আক্তার (৪৫) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য একই দিন দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গোবিনাথপুর গ্রামে অপর ১টি বাল্য বিয়ে প্রতিরোধ করে কনের পিতাকে ১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মর্জিনা আক্তার।