বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন
গৌরীপুর থেকে মশিউর রহমান কাউসার :
১৮ জুলাই ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টায় গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। এসময় তিনি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈন উদ্দিন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আলিমুজ্জামান, সহকারি রিটানিং অফিসার গোলাম মোস্তফা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির, গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ফজলুল করিম, উপজেলা নির্বাচন অফিসার একেএম মূসা প্রমুখ।