বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মধ্যবাজারে নোংরা পরিবেশে ভেজাল খাদ্য পরিবেশেনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মর্জিনা আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য পরিবেশন করায় মধ্য বাজারে সৌরভ মিষ্টান্ন ভান্ডারের মালিক বজন দাসকে ১৫ হাজার, জয়দূর্গা মিষ্টান্ন ভান্ডারের মালিক উজ্জল সরকারকে ১০ হাজার, মা মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোরঞ্জন ঘোষকে ৫ হাজার ও চা দোকানী আবুল কালামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মজিবুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান, গৌরীপুর থানার এস আই হারুন আর রশিদ সহ সঙ্গীয় পুলিশ।