রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় শনিবার (১৬ জুলাই) সকাল ৮ টায় শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌরসভার জননন্দিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক আতাউর রহমান সহ পৌরসভার স্বাস্থ্যসেবী ও ঠিকাদানকারী কর্মকর্তাগন। গৌরীপুর পৌরসভার ঠিকাদানকারী সুপারভাইজার উম্মে জহুরা নূর জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন/১৬ ইং সফল করতে গৌরীপুর পৌরসভায় ২৪টি অস্থায়ী ও ২টি ভ্রাম্যমান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ উপলক্ষে পৌরসভায় প্রায় সাড়ে ৩ হাজার শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।