গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ এমপিকে সংবর্ধনা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০১৬, ১:৫৮ PM / ১৭২
গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ এমপিকে সংবর্ধনা

nazim-uddinমশিউর রহমান কাউসার ঃ ময়মনসিংহের গৌরীপুর শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট নাজিম উদ্দিন আহামেদ এমপিকে সংবর্ধনা প্রদান ও ঈদ পুর্নমিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়কারী (আইজিপির পদমর্যাদা) এম এ হান্নান। গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট নাজিম উদ্দিন আহামেদ এমপি, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধু ভুষন দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর প্রেসকাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, গৌরীপুর শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। #