গৌরীপুরে বিষমপুর প্রাইমারী স্কুলে বিভিন্ন বরাদ্ধকৃত টাকা অাত্মসাতের অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০১৬, ৮:২৪ AM / ৭৮
গৌরীপুরে বিষমপুর প্রাইমারী স্কুলে বিভিন্ন বরাদ্ধকৃত টাকা অাত্মসাতের অভিযোগ

bisampur1

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে ১১১ নং বিষমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা এটিও’র বিরুদ্ধে স্কুলের নামে বরাদদ্ধকৃত অর্থ আতœসাতের অভিযোগ উঠেছে। এব্যাপারে অত্র স্কুলের অভিভাবক সদস্য মোঃ হাবিব উল্লাহ ২ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগে প্রকাশ ২০১৫ ইং সন ও চলতি বছরে স্কুলের নামে বিভিন্ন সরকারি বরাদ্ধকৃত মোট ১ লক্ষ ৭০ হাজার টাকায় কোন কাজ না করেই তা আতœসাত করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুজাহিদুল ইসলাম ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহুরা খাতুন। অভিযোগে আরো উল্লেখ করা হয় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যথাসময়ে স্কুলে আসেন না এবং নির্ধারিত সময়ের আগেই চলে যান। এব্যাপারে মন্তব্য জানার জন্য মঙ্গলবার দুপুরে উল্লেখিত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ কল রিসিভ করেননি। ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা এটিও মুজাহিদুল জানান চলতি বছর অত্র স্কুলের নামে ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্ধকৃত শুধু ৭০ হাজার টাকা বিদ্যালয়ের এসএমসি কমিটির দ্বন্দের কারনে এখনো উত্তোলন করা হয়নি। বাকী বরাদ্ধকৃত টাকায় স্কুলের বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়, ক্ষুদ্র মেরামত ও অন্যান্য কাজ সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে।