মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:০৮ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় ইউএনও মর্জিনা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো পদক্ষিন করে। র্যালি শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার জন্য নিয়মাবলী প্রদর্শনের পর বিনামুল্যে সাবান বিতরন করা হয়েছে। র্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, যুব উন্নয়ন অফিসার লায়লা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা অনুভা বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক তারাপদ চক্রবর্তী, বিআরডিবি কর্মকর্তা আক্তারুজ্জামান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।