গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত এমপি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদকে শুক্রবার (২২ জুলাই) বিকেলে পৌর শহরের কালিখলায় সংবর্ধনা প্রদান করেন গৌরীপুর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক ও সাধারন সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটনের নেতৃত্বে নব নির্বাচিত সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। পৌর যুবলীগের পক্ষে সংবর্ধনা দেন মজিবুর রহমান,আব্দুর রউফ মোস্তাকীম ও দেলোয়ার হোসেন বাচ্চু। কেন্দ্রিয় যুবলীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রিয় যুবলীগের সদস্য আবু কাউছার রন্টি। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের পক্ষে শুভেচ্ছা জানান ইকবাল হোসেন জুয়েল, আবুল কাশেম, মোখলেছুর রহমান বাবুল, মোফাজ্জল হোসেন খান। ২নং গৌরীপুর ইউনিয়ন আ’লীগের পক্ষে শুভেচ্ছা জানান রুকুনুজ্জামান পল্লব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধু ভুষন দাস সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। #
আপনার মতামত লিখুন :