মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নে পাছার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে স্থানীয় প্রায় ৭ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ উল্লেখিত ইউনিয়নের কৃত্বি সন্তান অধ্যাপক ডাঃ আলহাজ্ব মতিউর রহমানের উদ্যোগে বুধবার (১৬ নভেম্বর) দিন ব্যাপী এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগীয় ৩১ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ গ্রহন করেন। সকাল ৯টা থেকে ফ্রি হেলথ ক্যাম্পে রোগী দেখা শুরু হয়। এ উপজেলার সহনাটি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশু রোগী স্বতস্ফূর্তভাবে এতে বিনামুল্যে স্বাস্থ্য সেবা গ্রহন করেন।