গৌরীপুরে বাল্য বিয়ে প্রতিরোধ করলেন ইউপি চেয়ারম্যান


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০১৬, ১:২৬ PM / ৬৪
গৌরীপুরে বাল্য বিয়ে প্রতিরোধ করলেন ইউপি চেয়ারম্যান

images

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে এক বাল্য বিয়ে প্রতিরোধ করলেন ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন। জানা গেছে উল্লেখিত ইউনিয়নের আবু বক্কর ছিদ্দিকের মেয়ে ৯ম শ্রেণীর শিক্ষার্থী সেলিনা আক্তার শান্তার (১৪) সাথে কেন্দুয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মারাজ উদ্দিনের পুত্র মেহেদী হাসানের (২৫) সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার বাল্য বিয়ে প্রতিরোধের জন্য ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিনকে জানান। পরে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে বুঝিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ করেন।