মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গোবিনাথপুর গ্রামে শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মর্জিনা আক্তার একটি বাল্য বিয়ে প্রতিরোধ করেন। এসময় বাল্য বিয়ের দায়ে কনের পিতা আব্দুল মান্নানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে ঘটনারদিন উল্লেখিত গ্রামের আব্দুল মান্নানের কন্যা ৭ম শ্রেণীর ছাত্রী মারিয়া বেগমের সাথে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার আবুল হাশিমের পুত্র সুমন মিয়ার বিয়ের প্রস্তুতি চলছিল। এসময় প্রশাসনের উপস্থিতি টের পয়ে বর ও বরযাত্রীরা পালিয়ে যায়। পরে কনের পিতাকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। #