বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত হিসেবে গড়ার লক্ষে শপথ গ্রহন করেন স্থানীয় বিয়ে নিবন্ধককারী গন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সাব-রেজিষ্টার কার্যালয়ের যৌথ উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে স্থানীয় বিয়ে নিবন্ধকদের নিয়ে এক মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা অনুভা বিশ্বাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির, সাব-রেজিষ্টার মেহবুবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, গৌরীপুর প্রেসকাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর থানার এস আই খালেদুজ্জামান, সাংবাদিক ফারুক আহাম্মেদ, বিয়ে নিবন্ধক আব্দুল বারী, মফিজ উদ্দিন, ইলিয়াছ, সুলতান আহাম্মেদ, ফিরোজ আহাম্মেদ, আজিজুল হক, আবু সাঈদ, আব্দুল আখের, ইছহাক উদ্দিন, লুৎফর রহমান, নাসিরুল হক, হিন্দু বিয়ে নিবন্ধক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ। মতবিনিময় শেষে উপস্থিত সকল বিয়ে নিবন্ধকগন বাল্য বিয়ে প্রতিরোধে ও আগামী ২৬ মার্চের আগেই গৌরীপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করার অঙ্গিকারে শপথ বাক্য পাঠ করেন। #