সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

গৌরীপুরে বাল্য বিয়ে প্রতিরোধে বিশাল র‌্যালি ও সমাবেশ

27-10গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটস’র উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্কাউটস’র সভাপতি ইউএনও মর্জিনা আক্তারের নেতৃত্বে এ র‌্যালিটি বের হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো পদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস’র সাধারন সম্পাদক  মোঃ আজিজুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নুরুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার, নামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, মহিলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জ্জামান পান্না, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায়, গৌরীপুর প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ রইছ উদ্দিন, সানের নির্বাহী পরিচালক এইচ এম খায়রুল বাসার, বালিয়াজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তালুকদার, উপজেলা স্কাউটস লিডার দেওয়ান কামরুল ইসলাম কামাল, উপজেলা কাব লিডার আনোয়ারুল ইসলাম প্রমুখ। সমাবেশে শেষে বাল্য বিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়। বাল্য বিয়ে প্রতিরোধে উক্ত কর্মসূচীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট সদস্যরা স্বতস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন। #

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman