বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার গোলকপুর এলাকায় বাল্য বিয়ে প্রতিরোধে নারী পুরুষের অংশ গ্রহনে উঠোন বৈঠক ও মহল্লা কমিটি গঠন করা হয়। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সংগঠন স্যোসাল ইউনিটি ফর নাসিং (সান) এর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সানের নির্বাহী পরিচালক এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, সানের পরিচালক ওবায়দুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য বাল্য বিয়ে মুক্ত গৌরীপুর উপজেলা গঠনের লক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সানের উদ্যোগে উঠোন বৈঠকের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে বাল্য বিয়ে প্রতিরোধ কমিটি গঠনের কাজ চলছে।