সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন
গৌরীপুর থেকে মশিউর রহমান কাউসার : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম কাউরাট গ্রামে শুক্রবার (১৫ জুলাই) বিকেলে বাল্য বিয়ের দায়ে বর ও ঘটককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুলøাহ আল জাকির। ঘটনার দিন উলেøখিত গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী হেপী আক্তারের (১৪) সাথে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজুরা গ্রামের মফিজুল ইসলামের পুত্র মনতাজ আলীর (২৮) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বাড়িতে উপস্থিত হয়ে উক্ত বিয়ে বন্ধ করে দেন। এসময় বাল্য বিয়ের দায়ে বরকে ১ হাজার ও ঘটক শামছুদ্দিনকে (৫০) ১ হাজার টাকা জরিমানা করেন।