বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে বাল্য বিয়ের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে তাদেরকে কারাদন্ড দেয়া হয়েছে। কারাদন্ডপ্রাপ্তরা হলেন মোঃ আজাহারুল ইসলাম (২৫), মোশারফ হোসেন (৩৫), আজিজুল হক (৫২) ও মুনসুর আলী (৫৫)। জানা গেছে গৌরীপুর উপজেলার ভবানীপুর গ্রামে বুধবার গভীর রাতে আমির উদ্দিনের কন্যার সাথে শালীহর গ্রামের আঃ আজিজের পুত্রের বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত বিয়ে প্রতিরোধ করেন। এসময় বর আজাহারুল ইসলাম ও বরের বোন জামাই মোশারফ হোসেনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে বৃহস্পতিবার বিকেলে কদিম ডৌহাখলা গ্রামে আজিজুল হকের কন্যার সাথে ভাংনামারী এলাকার মনসুর আলীর পুত্র রহুল আমিনের বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির কনের পিতা আজিজুল হক ও বরের পিতা মুনসুর আলীকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।