সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর নিউজ ২৪ডটকম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামপোলাপুর ইউনিয়নে বিল নার্সারী প্রকল্পের আওতায় বাল্কি বিলে সোমবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জান্নাত-এ-হুর, ময়মনসিংহ সদর উপজেলা মৎস্য অফিসার মোঃ শফিক উদ্দিন, গৌরীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা খামার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, স্থানীয় আওয়ামীলীগ নেতা রুকনোজ্জামান পল্লব, জয়নাল আবেদীন সরকার, মাজাহারুল ইসলাম রিপন, ঠিকাদার মাসুদুর রহমান শুভ্র, উজ্জল মিয়া প্রমুখ। ওই দিন এই বিলে ৬৬৭ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।