গৌরীপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী নিয়ে কটুক্তির অভিযোগ


প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০১৬, ৮:৫৬ AM / ৭৯
গৌরীপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী নিয়ে কটুক্তির অভিযোগ

images

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পোস্ট অফিসের (২২৭০) পোস্টাল অপারেটর মাহবুবুল হকের বিরুদ্ধে জাতীয় শোক দিবস ও শাহাদত বার্ষিকী নিয়ে কটুক্তির অভিযোগ করেন স্থানীয় ডাক কর্মচারীগন। তাদের দাবি উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক। গৌরীপুর উপজেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি দেওয়ান কাঞ্চন খান ও সাধারন সম্পাদক মহসিন মাহবুব জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষে পোস্ট অফিসে ১ আগস্ট ডাক কর্মচারীদের মাসিক মিটিং চলাকালীন সময়ে পোস্টাল অপারেটর মাহবুবুল হক কটুক্তি করে বলেন, প্রতি বছর তাদেরকে হইত্যা পালন করতে হয়? তার এরকম মন্তব্যে উপস্থিত ডাক কর্মচারীগন ক্ষুব্ধ হয়ে গৌরীপুর প্রেসক্লাবে অভিযোগ করেন।
গৌরীপুর পোস্ট অফিসের পোস্টাল অপারেটর মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি কোন কটুক্তি করেননি।