সোমবার, ২৯ মে ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার (১৮ মে) বিকালে গৌরীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উক্ত ফাইনাল টুর্নামেন্টে পৌর শহরের সূর্যবালা সরকারী প্রাথমিক বিদ্যালয় (ছেলে দল) ও মাছুয়া কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (মেয়ে দল) বিজয়ী হয়েছে।