রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অংশ গ্রহনে ফারিয়া গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় খেলার মাঠে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে শাপলা দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দোয়েল দল। উক্ত টুনামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এনামুল কবির। এসময় উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ গিয়াস উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর উপজেলা ড্রাগস এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি কানাই লাল দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল সহকারি মাহফুজুর রহমান, ফারিয়া গৌরীপুর উপজেলা শাখার সভাপতি এ এফ এম শহিদুল্লাহ, সাধারন সম্পাদক গৌতম দাস, ডাঃ রনজিত ঘোষ, হারুন অর রশিদ, দেলোয়ার খান ঈসা খাঁ, ফিরোজ মিয়া, বিপ্লব চন্দ্র ঘোষ, মাসুম মিয়া, সিলভা ঔষধ কোম্পানির প্রতিনিধি মামুনুল করিম প্রমুখ।