মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে দি ফারমার্স ব্যাংক লিমিটেডের নতুন শাখার স্থান নির্ধারন করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) বেলা ১২ টায় শাহগঞ্জ বাজারে নতুন শাখার জন্য জায়গা পরিদর্শন করেন দি ফারমার্স ব্যাংকের পরিচালক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক ওরফে বাবুল চিশতি। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, ফারমার্স ব্যাংক ময়মনসিংহ জেলা শাখার এসিটেন্ট অফিসার তানবীর আহামেদ, ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিব, শহিদুল ইসলাম অন্তর, পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কাউছার, সানের নির্বাহী পরিচালক এইচ এম খায়রুল বাসার, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ। ওই ব্যাংকের নতুন স্থান নির্ধারনকালে মাহবুবুল হক চিশতি বলেন খুব দ্রুত এই শাখার ভবন নির্মানের কাজ শুরু হবে। আশাকরি আগামী ৪ মাসের মধ্যে নতুন শাখার কার্যক্রম শুরু হবে। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :