সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ নেতা শিল্পপতি বিশিষ্ট সমাজ সেবক মরহুম এম,এ হান্নানের স্বপ্ন বাস্তবায়নে ময়মনসিংহ-৩ আসনে আসন্ন উপ নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তারই আপন ছোট ভাই শিল্পপতি এম.এ মামুন। উল্লেখ্য ৯০ দশকের শেষে দিকে সাবেক ছাত্রলীগ নেতা কসমো গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মরহুম এম.এ হান্নান গৌরীপুর উপজেলা আওয়ামী রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হন। অল্প দিনেই তিনি মানুষের মন জয় করে গৌরীপুর উপজেলা আওয়ামী রাজনীতিতে নিজস্ব একটি শক্তিশালী অবস্থান তৈরী করেছিলেন। ২০০৩ ইং সনে এম.এ হান্নান গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এম,পি’র নিকট অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তার স্বপ্ন ছিল আ’লীগে নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গৌরীপুরের সার্বিক উন্নয়নের পাশাপাশি জনগনের সেবা করা। কিন্তু হান্নানের এই স্বপ্ন আর পূরন হলো না। ২০০৫ ইং সনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যু বরন করেন। তাই বড় ভাইয়ের স্বপ্ন পূরনে আসন্ন উপ নির্বাচনে এম,পি পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার জন্য শিল্পপতি এম.এ মামুন এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক ছাত্রলীগ নেতা এম.এ মামুনের গ্রামের বাড়ী উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সাতপাই গ্রামে। তিনি হাজী মুহাম্মদ বদর উদ্দিনের ৭ম সন্তান। এম.এ মামুন শ্যামগঞ্জ কুমুদগঞ্জ হাই স্কুল থেকে এস.এস.সি, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে এইচ.এস.সি, ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয় থেকে বি.বি.এ এবং জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন। পড়াশুনা শেষে তিনি গাড়ীর ব্যবসার সাথে জড়িত হন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থিত গাড়ী ব্যবসায়ী প্রতিষ্টান প্লাসেব’র চেয়ারম্যান। এছাড়াও প্রতিষ্ঠা করেছেন প্লাসেব টেক্্রটাইল মিল সহ অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসার পাশাপাশি তিনি রাজধানী ঢাকায় ও নিজ এলাকায় আওয়ামীলীগের কর্মকান্ডে সময় দিচ্ছেন। এম.এ হান্নান স্মৃতি সংসদের সভাপতি তরুন শিল্পপতি এম,এ মামুন নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। বড় ভাইয়ের স্মৃতি রক্ষার্থে তিনি শ্যামগঞ্জে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এম,এ হান্নান মহিলা কলেজ। গৌরীপুর উপজেলার কাংখিত উন্নয়ন ও জনসেবার লক্ষে আওয়ামীলীগের মনোনয়ন পেতে এম,এ মামুন দলীয় নেতা কর্মী সহ সকলের সার্বিক সহযোগিতা করছেন।