সোমবার, ০৫ Jun ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালুকরন উপলক্ষে শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাবলিক হলে পৌরসভার ২১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্্র বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জহির উদ্দিন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোজাহিদুল ইসলাম, ফারজানা জান্নাত খান, মেরিনা সুলতানা. জান্নাতুল ফেরদৌসী, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক একেএম মাজাহারুল আনোয়ার, সূর্যবালা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সতিষা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান মিড ডে মিল চালুর লক্ষে প্রথমে পৌরসভার ২১টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্্র বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্্র বিতরন করা হবে।