সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদের নৌকা প্রতিকের সমর্থনে সোমবার (১১ জুলাই) বিকেলে গৌরীপুর পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এসময় শোডাউনে অংশ গ্রহন করেন এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু, জেলা স্বোচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট নূরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কাউছার, ২নং গৌরীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেযারম্যান আনোয়ার হোসেন, রামগোপালপুর ইউনিযনের চেয়ারম্যান আব্দুলøাহ আল জনি প্রমুখ। এছাড়াও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ, গৌরীপুর উপজেলা ও পৌর আ’লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী সহ নৌকা সমর্থক সর্বস্তরের জনতা উক্ত শোডাউনে অংশ গ্রহন করেন। বিশাল শোডাউনটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।