মশিউর রহমান কাউসার,গৌরীপুর (ময়মনসিংহ) থেকে : পাটের মুল্য বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কৃষকদের মাঝে পাট চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এক সময় সোনালী আশঁ পাট উৎপাদনের জন্য বিখ্যাত ছিল এই গৌরীপুর। সেসময় পাট মজুদের জন্য গৌরীপুর শহরের উত্তর বাজারে স্থাপন করা হয়েছিল
বেশ কয়েকটি বিশাল গোডাউন। আর পাট আমদানী রপ্তানীর জন্য সেই গোদামের সঙ্গে সংযোগ করা হয়েছিল রেললাইন। তদারকির জন্য ছিল সরকারি অফিস। এখন এই গল্প শুধুই অতীত। ক্রমান্বয়ে পাটের ব্যবহার হ্রাস , উৎপাদিত পাটের ন্যায্য মূল্য না পাওয়া, সরকারি ভাবে তদারকি না থাকায় ইত্যাদি নানা কারনে স্থানীয় কৃষকরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিল। এর পরে শুধু এই পাট চাষ করা হতো পাটখড়ি আর শাক খাওয়ার জন্য। বর্তমানে মুল্য বৃদ্ধি করে সরকারিভাবে পাটক্রয়ের ঘোষনা দেয়ায় স্থানীয় কৃষকদের মাঝে পুনরায় পাট চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এখানকার কৃষকরা সরকারি তদারকি ছাড়াই স্বপ্রনোদিত হয়ে পাট চাষ করছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান জানান, গৌরীপুরের মাটি পাট চাষের জন্য খুবই উপযোগী। চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় আড়াইশ হেক্টর জমিতে দেশী, তোষা, মেছতা, টেনআপ সহ বিভিন্ন জাতের পাট চাষ করেছে স্থানীয় কৃষকরা। যা গত মৌসুমের তুলনায় অনেক বেশী। স্থানীয় পাট চাষীরা জানায়, চলতি মৌসুমে তাদের পাটের ফলন ভাল হয়েছে। উৎপাদিত পাটের ন্যায্য মূল্য নিশ্চিত হলে ও সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে পরবর্তীতে আরো অধিক জমিতে পাট চাষের আশাবাদ ব্যক্ত করেন তারা
আপনার মতামত লিখুন :