রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে খামার যান্ত্রিক করনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পাওয়ার টিলার চালিত বেড প্লান্টার সিডার যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে এ উপজেলার বোকাইনগর ইউনিয়নে দাড়িয়াপুর গ্রামে স্থানীয় চাষীদের উপস্থিতিতে এ প্রদর্শনী হয়। এসময় কৃষক আব্দুল আলীমের ৬৫ শতাংশ জমিতে এই আধুনিক প্রযুক্তির যন্ত্রের সাহায্যে বেড প্লান্টার ও সাধারন পদ্ধতিতে গম বীজ বপন করা হয়। গৌরীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান জানান এই সিডার যন্ত্রের সাহায্যে একই সাথে মাটি চাষ, বীজ বপন ও মাটি সমানের কাজ অল্প সময়ে সম্পন্ন হয়। এতে ১ লিটার ডিজেলে ১ ঘন্টায় ৩৫ থেকে ৪০ শতাংশ জমিতে বীজ বপন করা যায়। এ যন্ত্র দিয়ে শুধু গম নয় ভুট্রা, মুলা, সরিষা সহ অন্যান্য শস্যের বীজ বপন করা যায়। এতে কৃষকের সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয় এবং ফলনও ২৫% বৃদ্ধি পায়। এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেনের সভাপতিত্বে উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাদিকুর রহমান, ময়মনসিংহ খামার বাড়ির কৃষি প্রকৌশলী তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা হাফিজ উদ্দিন, গৌরৗপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, উপ সহকারি কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।