সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মিরিকপুর গ্রামে মেসার্স চৌধুরী অটো রাইস মিলের দূষিত বর্জ্য, ছাঁই, তুষ, দূর্গন্ধযুক্ত পানি ও মেশিনের বিকট শব্দে এলাকার পরিবেশ মারাতœক ভাবে দূষিত হচ্ছে। এব্যাপারে এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করার পর ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের তদন্ত টিম তদন্ত করে ১৯৫ ধারার আইন ভঙ্গের কারনে মিল বন্ধ করার কারন দর্শানোর পরও আইন মানছে না মিল কর্তপক্ষ।
জানা গেছে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর পৃথক পৃথক সরজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা খুঁজে পায়। ময়মনসিংহ অধিদপ্তর থেকে ৬ অক্টোবর মিল মালিককে পরিবেশ ছাড়পত্র আইন ভঙ্গ করায় কেন আইনানুগ ব্যবন্থ গ্রহন করা হবে না মর্মে কারন র্দশানোর নোটিশ প্রদান করে। পত্র পাওয়ার পর মিল কর্তৃপক্ষ মিলের ত্রুটিমুক্ত সংস্কার করা হয়েছে জানিয়ে জবাব দেন। তার প্রেক্ষিতে পুনরায় ১৬ অক্টোবর রবিবার সত্যতা যাচাই করার জন্য পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের নেতৃত্বে পরিদর্শন দল সরজমিনে মিল পরিদর্শন করে। পরিদর্শন দল তদন্ত কালে মিলের উড়ন্ত ছাঁই, তুষ ও কুড়ায় আশপাশের লোকজনের বাড়ী ঘরে বসবাসের পরিবেশ অযোগ্য হয়ে পড়া দেখতে পেয়ে তাদের পুনরায় নির্দিষ্ট সময়ের মধ্যে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে মিলের সমস্যা সমাধানের তাগিদ দেন । এ ব্যাপারে মেসার্স চোধুরী অটো রাইস মিলের পরিচালক আঞ্জুমান আরা বেগম জানান মিলের ছাঁইয়ের হাউজ ভেঙ্গে যাওয়ায় উক্ত সমস্যার সৃষ্টি হয়েছিল বর্তমানে তা মেরামত করা হয়েছে। সর্বশেষ ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক ৩ নভেম্বর চৌধুরী অটো রাইস মিলের কর্তপক্ষকে ১৫ নভেম্বররে মধ্যে সময় বেধে দিয়ে মিল বন্ধ করে যাবতীয় সমস্যা সমাধান করার নির্দের্শ প্রদান করেন। কিন্ত ১৬ নভেম্বর দেখা যায় অধিদপ্তরের ওই নির্দেশকে অগ্রাহ্য করে মিল ক্রটিপূর্ণ রেখে যথারিত মিল চালিয়ে আইন ভঙ্গ করে চলেছে। এ বিষয়ে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইউসুফ আলী জানিয়েছেন আইন ভঙ্গের অপরাধে মিল কর্তপক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হইবে।