রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহ-ঝারিয়া লোকাল ২৭৩ আপ ট্রেনের পরিচালককে পিটিয়ে আহত করার ঘটনায় ৩ ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে সাধারন যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এ ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই দুপরে গৌরীপুর রেলওয়ে জংশনে।
ট্রেনের পরিচালক পূর্বধলা থানার আব্দুল মোমেনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৮) জানায়, ওই দিন দুপুর দেড়টায় পূর্বধলা থেকে অজ্ঞাত নামধারী ২ যুবক গার্ড (পরিচালক) রুমে উঠে গৌরীপুর আসতে চাইলে তাদের উঠতে দেয়া হয়নি। পরে বিকাল ৩ টায় ট্রেনটি গৌরীপুর আসা মাত্র ওই ২ যুবকসহ আরো ২০/৩০ জনের একটি দল অতর্কিত তার উপর হামলা চালিয়ে মারাত্নক আহত করে। আহত অবস্থায় পরিচালককে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত পরিচালক বিষয়টি তার উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করার পর বেঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের আনে। পরে ময়মনসিংহ থেকে অতিরিক্ত পরিচালক এসে ট্রেন ছাড়ার ব্যবস্থা করে। আহত পরিচালক জানিয়েছে হামলাকারী ১ যুবক স্টেশন এলাকার আব্দুল খালেকের ছেলে পাপ্পু । এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
সম্পাদনায়- আব্দুস ছাত্তার
স্থানীয় সময়- ২০২৮ঘন্টা, ১৩জুলাই ২০১৬