বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন
গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ নির্বাচনে এমপি পদে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী হিসেবে মনোনীত হলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ। বৃহস্পতিবার (১৬ জুন) আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে তাঁকে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়। গৌরীপুর আসনে উপ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের ২১ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ময়মনসিংহ-৩ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। বৃহস্পতিবার (৯ জুন) এই আসনে তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী এই শূণ্য আসনে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২০ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই হবে ২২ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন এবং ভোট গ্রহন হবে ১৮ জুলাই। গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ৩৬ জন। উল্লেখ্য গত ০২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এম.এম মামুন, উপজেলা বিএনপি’র নেতা হাফেজ আজিজুল হক, ন্যাপ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল মতিন সরকার।
প্রবীন আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় বৃহস্পতিবার রাতে গৌরীপুর শহরে আনন্দ মিছিল বের করে পৌর স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাজিম উদ্দিন আহামেদকে দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত করায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুর রহিম।