রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন

গৌরীপুরে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

manabbandan-09-11গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাহ্মনবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা, নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিশাল মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে স্থানীয় হারুন পার্ক এলাকায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, অধ্যক্ষ রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর থানার ও,সি (তদন্ত) মোর্শেদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রহিম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ননী গোপাল দত্ত, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র কর, অভিরাম দাস অলক, সাংবাদিক কমল সরকার, তিলক রায়, সমীরন সাহা, অনীল সাহা, স্বপন কুমার এস, চন্দন এস, ডাঃ রনজিৎ ঘোষ, অজিত মোদক, দেবব্রত সরকার, যতিন্দ্র চন্দ্র বর্মন, লিটন দেবনাথ প্রমুখ। মানববন্ধন শেষে উক্ত সন্ত্রাসী হামলার সুষ্ঠ বিচারের দাবিতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহন করেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির। উক্ত প্রতিবাদ কর্মসূচীতে উপজেলার ১০টি ইউনিয়নের মন্দির কমিটি ও পুরোহিতগন সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman