বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ পূর্বাহ্ন
মশিউর রহমান কাউসার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপ নির্বাচন উপলক্ষে বুধবার (১৩ জুলাই) বিকেলে আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতিকের পক্ষে মাওহা ইউনিয়নের নহাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক বিশাল নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মাওহা ইউনিয়ন আ’লীগের সভাপতি নূর মোহাম্মদ কালনের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন আ’লীগের মনোনীত এমপি প্রার্থী ময়মনসিংহ জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ, ময়মনসিংহ জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মূহিত উর রহমান শান্ত, উপজেলা আ’লীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধু ভুষন দাস, কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সহ সম্পাদক শরীফ হাসান অনু, কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, জেলা আ’লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শামছুল হক আকন্দ, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মেদ খান সেলভী, গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, ইশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, কেন্দ্রিয় যুবলীগ নেতা আবু কাউছার চৌধুরী রন্টি, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরকার মোঃ সব্যসাচী, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস আনোয়ার হোসেন টিটু, মাওহা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খান, সাবেক যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম অন্তর, মশিউর রহমান কাউসার, ইউনিয়ন আ’লীগ নেতা শাহজাহান কবির, যুবলীগ নেতা কাজল বিএসসি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান রেনু প্রমুখ।