সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাবলিক হলে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মিডিয়া কর্মী ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, রাবেয়া ইসলাম ডলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকির, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোর্শেদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধু ভুষন দাস, গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম প্রমুখ। পরে গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় গৌরীপুর প্রেসকাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। #