সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:২১ অপরাহ্ন

গৌরীপুরে নজরুল জন্ম জয়ন্তি উদযাপিত

A Mymensingh Gouripur Picture Nojrulগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :  ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে বুধবার (২৫ মে) কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরীপুর শিল্পকলা একাডেমীর সদস্য প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল কাসেম, নান্দাইল শহীদ স্মৃতি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সেলিম, যুগান্তর প্রতিনিধি স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন, শিল্পকলার সদস্য হান্নান কল্লোল, হারুন উর রশিদ, সংগীত শিক্ষক আব্দুল হাই, আব্দুল মালেক প্রমুখ। সংগীত পরিবেশন করেন রুম্পা বিশ্বাস, অনামিকা, চিত্রা, ললিতা, অর্নব, পূজা, সান্তনা, আর্শি, প্রসুন, তুলি, উপমা, প্রজ্ঞা, কবিতা আবৃত্তি করেন অর্নি ও অর্থী।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman