সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:২৯ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর উপজেলা খাদ্য গুদামে রবিবার (১৫ মে) সরকারিভাবে চলতি মৌসুমে বোর ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তারাপদ চক্রবর্তী, গৌরীপুর প্রেসকাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, স্থানীয় কৃষক আবুল হাশিম, আজিজুল হক প্রমুখ। গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা জানান, চলতি বোর মৌসুমে ২৩ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে মোট ২ হাজার ৯শ ৮১ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কৃষক নিয়মানুযায়ী ৩ টন ধান সরবরাহ করতে পারবে। উদ্বোধনী দিনে সাতুতী গ্রামের কৃষক আবুল হাশিম ও আজিজুল হকের নিকট থেকে ৬০ মন ধান সংগ্রহ করা হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে।